Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০২২

মাননীয় উপ-মন্ত্রী

হাবিবুন নাহার এম.পি.

উপ-মন্ত্রী 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

 

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বাংলাদেশ জাতীয় সংসদের আসন নং-৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মংলা) থেকে নির্বাচিত সংসদ সদস্য।তিনি একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে ৩য় বারের মত নির্বাচিত হয়েছেন। ইতোপূর্বে তিনি নবম ও দশম জাতীয় সংসদের সদস্য ছিলেন। গত ৭ জানুয়ারী ২০১৯ তারিখে তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

 

তিনি ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে ১৯৭০ সালে মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন এবং একই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১১তম স্থান অধিকার করেন। পরবরর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেখাপড়া করেন। তাঁর স্বামী মোঃ তালুকদার আবদুল খালেক বর্তমানে খুলনার সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বরত।

 

বেগম হাবিবুন নাহার দুই ভাই ও চার বোনের মধ্যে তৃতীয়। তিনি সব সময় নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রাখেন। তাঁর নির্বাচনী এলাকা সুন্দরবন ও সমুদ্র উপকূলীবর্তী হওয়ায় তিনি ঐ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন।

 

সরকারী উদ্দেশ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ইথিওপিয়া, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত সহ বেশ কয়েকটি দেশে সফর করেন। অবসর সময়ে তিনি বই পড়তে এবং রবীন্দ্র সংগীত শুনতে পছন্দ করেন।