Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd সেপ্টেম্বর ২০২৪

মাননীয় উপদেষ্টা

সৈয়দা রিজওয়ানা হাসান

মাননীয় উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

 

সৈয়দা রিজওয়ানা হাসান ৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৯ আগস্ট ২০২৪ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

 

সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) নামে একটি স্বনামধন্য জাতীয় বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী হিসেবে পরিবেশ রক্ষার জন্য কাজে নিয়োজিত ছিলেন। তাঁর মূল লক্ষ্য বাংলাদেশে পরিবেশগত ন্যায়বিচার সমুন্নত করা।

 

সৈয়দ রিজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিসটিংকশনসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে ‘বেলা’য় তাঁর কর্মজীবন শুরু করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগদানের আগ পর্যন্ত তিনি এ সংস্থার সাথে যুক্ত ছিলেন।

তাঁর সুযোগ্য নেতৃত্বে ‘বেলা’ ২০০৩ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর ‘গ্লোবাল ৫০০ রোল অব অনার্স’ অর্জন করে। এছাড়াও, পরিবেশ আইনকে জনপ্রিয় করার জন্য ২০০৭ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ১ম বারের মতো প্রদত্ত পরিবেশ পদক ‘বেলা’কে প্রদান করা হয়। সংস্থাটি ২০০৯ সালে টেকসই পরিবেশ সংরক্ষণে কার্যকর নেতৃত্ব প্রদান করার জন্য এম. সলিম উল্লাহ স্মৃতি স্বর্ণপদক লাভ করে। ‘বেলা’ ২০২০ সালে আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য তাইওয়ান থেকে মর্যাদাপূর্ণ ‘ট্যাং’ পুরস্কারে ভূষিত হয়।

 

সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের একটি স্বনামধন্য জার্নাল কর্তৃক প্রদত্ত ‘অনন্যা শীর্ষ দশ’ পুরস্কার অর্জন করেন। তিনি নেপালভিত্তিক ‘ক্রিয়েটিভ স্টেটমেন্ট এন্ড সাউথ এশিয়া পার্টনারশিপ’ প্রদত্ত ‘সেলিব্রেটিং উম্যানহুড’ পুরস্কার (২০০৮) প্রাপ্ত প্রথম পাঁচজন দক্ষিণ এশীয় নারীর একজন। রিজওয়ানা দেশের পরিবেশ সংরক্ষণে তাঁর অসামান্য অবদানের জন্য ২০০৯ সালে পরিবেশের নোবেল খ্যাত মর্যাদাপূর্ণ ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ’ অর্জন করেন। টাইম ম্যাগাজিন তাঁকে ‘ফোরটি এনভায়রনমেন্টাল হিরোজ অব দ্যা ওয়ার্ল্ড’ এর একজন হিসেবে মনোনীত করে। বিচারিক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সুরক্ষা করে মানুষের মর্যাদা ও জীবনের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য নেতৃত্ব, কঠোর পরিশ্রমী দক্ষতা এবং আপসহীন সাহসের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে তিনি এশীয়ার নোবেল খ্যাত মর্যাদাপূর্ণ ‘র‌্যামন ম্যাগসেসে’ পুরস্কারে ভূষিত হন। রিজওয়ানা হাসান ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রদত্ত ‘১৬তম বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড’ এবং বালিপাড়া ফাউন্ডেশন প্রদত্ত ‘গ্রিন লিগ্যাল অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

 

ব্যক্তিগত জীবনে সৈয়দা রিজওয়ানা ব্যবসায়ী আবু বকর সিদ্দিক এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ। তিনি তিন সন্তানের জননী।