Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২৫

মহাপরিচালক

 

ড: মো: কামরুজ্জামান এনডিসি 

মহাপরিচালক

পরিবেশ অধিদপ্তর

ড: মো: কামরুজ্জামান এনডিসি ৯ জানুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশি সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা এবং সরকারের একজন অতিরিক্ত সচিব।

ড: মো: কামরুজ্জামান এনডিসি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন। এছাড়াও, বিভিন্ন মন্ত্রাণালয়ে তিনি সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও বর্তমানে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড: মো: কামরুজ্জামান এনডিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ হতে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি Norwegian University of Science and Technology (NTNU) থেকে Development Studies এ M.phil এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।

পরিবেশ অধিদপ্তরে, মহাপরিচালক পদে যোগদানের পূর্বে তিনি সর্বশেষ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্পের "প্রকল্প পরিচালক” হিসেবে দায়িত্ব পালন করছেন।