Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০২৪

মহাপরিচালক

 

ড. আবদুল হামিদ

 

ড. আবদুল হামিদ, ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ¦ আব্দুল মান্নান ও মাতা বেগম রওশন আক্তার।

ড. আবদুল হামিদ বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে বিএসসি, এজি (অনার্স) ডিগ্রী অর্জন করেন। তিনি ইন্সটিটিউট অব পোষ্টগ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা) (বর্তমানে বিএসএমআরএইউ) হতে এগ্রোনোমীতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি AusAID বৃত্তির আওতায় এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ে ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়াতে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। কমনওয়েলথ স্কলারশীপ এন্ড ফেলোশীপ প্রোগ্রামের আওতায় তিনি মালয়েশিয়ার ইউপিএম হতে পলিউশন কন্ট্রোল এন্ড ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

একাদশ বিসিএস এর আওতায় ১৯৯৩ সালে তিনি চাকরীতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি ট্রাস্টে লিয়েনে চাকুরি করেছেন।

পরিবেশ অধিদপ্তরে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ০২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

তিনি চীন, জাপান, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও দ. কোরিয়া তে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।