০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে গাজীপুর জেলার ইলমা নিটিং এন্ড প্রিন্টিংকে ৫০ হাজার টাকা, ব্রডওয়ে রিজেনারেট ফাইবার কোং কে ১০ হাজার টাকা; নারায়ণগঞ্জ জেলার মেসার্স শীতলক্ষা ব্রিকস-২ কে ৭ লক্ষ ৫০ হাজার টাকা; নরসিংদী জেলার পল্লী ক্নিনিক চক্ষু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা; শরীয়তপুর জেলার ফাইভ স্টার স মিলকে ১০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই স মিলকে ১০ হাজার টাকা, ফোর স্টার বরফ মিলকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৪টি যানবাহন হতে মোট ৩ হাজার ২ শত ৫০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৬টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।