১৩ মে ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে বগুড়া জেলার নর্দান ইন্ডাস্ট্রিজ লি: কে ৩০ হাজার টাকা; ঢাকা জেলার হার্টবিট ডায়াগনস্টিক কনসালটেনশন সেন্টার এন্ড ক্লিনিককে ১০ হাজার টাকা, পুষ্টি ডেইরি ফার্ম সুইটস এন্ড বেকারিকে ১ লক্ষ টাকা, মা ও শিশু হাসপাতালকে ১০ হাজার টাকা, ধোলাইপাড় ইসলামিয়া মডেল হাসপাতালকে ৩০ হাজার টাকা; সাতক্ষীরা জেলার মেসার্স ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ঢাকা মহানগরে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও সরবরাহ করার দায়ে ৩টি প্রতিষ্ঠান হতে মোট ৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ আনুমানিক ৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়।