০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে নারায়ণগঞ্জ জেলার এন স্ক্রীল ফেব্রিকসকে ১৫ হাজার টাকা; মুন্সীগঞ্জ জেলার হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডকে ২ লক্ষ টাকা; শেরপুর জেলার মেসার্স পপি স মিল কে ২০ হাজার টাকা, মেসার্স চন্দ্রিমা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা; যশোর জেলার জারবান ফাইবার্স লি: কে ২০ হাজার টাকা; মৌলভীবাজার জেলার সদরের গোমড়ার মো: মঈন উদ্দিনকে টিলা কর্তনের দায়ে ৫০ লক্ষ ৮০ হাজার টাকা, জুড়ী উপজেলার সাগরনালের প্রতীপ যাবদ ও আ: ছালামকে টিলা কর্তনের দায়ে ১০ লক্ষ ৫০ হাজার টাকা; সিলেট জেলার পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডকে টিলা কর্তনের দায়ে ৬৬ লক্ষ ৭৫ হাজার টাকা, কাহাইগড়, জৈন্তাপুরের টিলা কর্তনের দায়ে কামরুজ্জামান চৌধুরীকে ১ কোটি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। চট্টগ্রাম মহানগর কার্যালয় কর্তৃক দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাহাড় কর্তনের দায়ে মো: মাইদুল ইসলাম নামে ১ জন ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়