২২ অক্টোবর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালকে ২৫ হাজার টাকা; পাবনা জেলার মেসার্স আশাই রাইস মিলকে ১ লক্ষ টাকা; নরসিংদী জেলার মেসার্স আলী ফ্রেবিক্স এন্ড ডাইংকে ২ লক্ষ টাকা; বাগের হাট জেলার মেসার্স প্রগতি মেজর অটো রাইস মিলকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ঢাকা মহানগরে গুলশান এলাকায় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ২টি যানবাহন হতে মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ২ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। লক্ষীপুর জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ টি অবৈধ ইটভাটা হতে মোট ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৫ টি ভাটার চিমনি ভেঙ্গে দেয়া হয়।