১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে গাজীপুর জেলার কেটিএস প্লাস্টিককে ২০ হাজার টাকা, টি জে সুয়েটার্সকে ২ লক্ষ টাকা, মেসার্স জাহিদ ইন্জিনিয়ারিং ওয়ার্কসপকে ৫০ হাজার টাকা, মোহাম্মাদিয়া কালার ট্রেডিংকে ২ লক্ষ টাকা; ময়মনসিংহ জেলার মেসার্স জামান ব্রিকসকে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা; শরীয়তপুর জেলার মেসার্স খান স মিলকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক স্টেলার ইন্ডাস্ট্রি কোম্পানি লি: নামক কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।