০৩ জুন ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে গাজীপুর জেলার উইস্টেরিয়া টেক্সটাইল লি:কে ৯ লক্ষ ২৮ হাজার টাকা, নর্দান মার্বেল এন্ড গ্রানাইট ইন্ডা: লি:কে ৬০ লক্ষ টাকা, মুন্সিগঞ্জ জেলার ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়ানস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ঢাকা মহানগরের মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ২টি প্রতিষ্ঠান হতে মোট ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।