Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২৪

২৮ অক্টোবর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে সিরাজগঞ্জ জেলার পাপ্পু মন্সী ডাইংকে ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ মার্চরাইজ এন্ড প্রসেস মিলকে ২ লক্ষ টাকা, মন্সী ব্রাদার্স ডাইংকে ৫০ হাজার টাকা, শামীম এন্ড ব্রাদার্স ডাইংকে ৫০ হাজার টাকা, সোনালী একতা মার্চরাইজ এন্ড প্রসেস মিলকে ২ লক্ষ টাকা, হাজী মার্চরাইজ এন্ড প্রসেস মিলকে ২ লক্ষ টাকা, হাজী ডাইংকে ৫০ হাজার টাকা; রংপুর জেলার মেসার্স এস এমবি ব্রিকসকে ৬ লক্ষ টাকা, আর কে হাসপাতালকে ১৫ হাজার টাকা; ময়মনসিংহ জেলার ক্রাউন ফ্যাশন এপারেলস লিমিটেডকে ১ লক্ষ টাকা; নারায়ণগঞ্জ জেলার এস কে স্টিল মিলস লি: কে ২ লক্ষ টাকা; ঢাকা জেলার ভিক্টোরিয়া কনসালটেশন ডায়াগনস্টিক এন্ড হাসপাতালকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ঢাকা মহানগরে উত্তরা এলাকায় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৫টি যানবাহন হতে মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৫ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। লক্ষীপুর জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি অবৈধ ড্রাম চিমনি ইটভাটা ভেঙ্গে দেয়া হয়।


প্রকাশন তারিখ : 2024-10-28