১২ জুন ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগরের ইষ্টার্ণ হাউজিং এলাকার আর ইসলাম ও মোহনা ওয়াশিং নামক ২ টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও সরবরাহ করার দায়ে ২টি প্রতিষ্ঠান হতে মোট ১৭ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ আনুমানিক ২০৫ কেজি পলিথিন জব্দ করা হয়। চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স এ আর এইচ ব্রিকস অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।