১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে বাগেরহাট জেলার অলিউল হক স মিলকে ১০ হাজার টাকা; সিরাজগঞ্জ জেলার মেসার্স লোকনাথ ডাইংকে ৫০ হাজার টাকা, মেসার্স মাহিন স মিলকে ১০ হাজার টাকা, ব্রাইট হেলথ স্পেশালাইলজড হাসপাতালকে ২০ হাজার টাকা; নাটোর জেলা একতা ক্লিনিককে ১০ হাজার টাকা; ঢাকা জেলার দুরন্ত কেমিক্যালকে ২০ হাজার টাকা; পাবনা জেলার নিটল মটরস লি: কে ২০ হাজার টাকা; বগুড়া জেলার বগুড়া মাল্টি ওয়েল মিলস লি: কে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৬টি যানবাহন হতে মোট ৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৯টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।