৩০ মে ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগরের মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। কিশোরগঞ্জ জেলা কার্যালয় ও নওগাঁ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৩টি যানবাহন হতে মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৬টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। ভোলা জেলা কার্যালয় কর্তৃকমোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও সরবরাহ করার দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ আনুমানিক ৩৭ কেজি পলিথিন জব্দ করা হয়।