২৮ আগস্ট ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে ঢাকা জেলার আর এস এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, Huizhou Baijia Glove Co. Ltd. কে ৫০ হাজার টাকা, পি এম কে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, প্রিয়া ফ্যাশনকে ২ লক্ষ টাকা, মেসার্স চাচা ভাতিজা ব্রিকস কোং কে ৫ লক্ষ টাকা; দিনাজপুর জেলার মেসার্স মোল্লা ব্রিকসকে ১১ লক্ষ ২৫ হাজার টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ১০ লক্ষ টাকা; নরসিংদী জেলার চায়না গ্রেট ওয়াল ব্যাটারী কোম্পানি লিমিটেডকে ৩০ লক্ষ টাকা, মেসার্স তানিয়া ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসকে ৮৩ হাজার ১ শত ৬০ টাকা; গাজীপুর জেলার মেসার্স খান ব্রাদার্স নিটওয়ার লিমিটেডকে ১ লক্ষ টাকা; নারায়ণগঞ্জ জেলার মদিনা ডাইং এন্ড প্রিন্টিং ফ্যাক্টরিকে ১ লক্ষ ১৯ হাজার ৪০ টাকা; বগুড়া জেলার মেসার্স আর এস এম ব্রিকসকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।