২৩ অক্টোবর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক শুনানী গ্রহণক্রমে কুমিল্লা জেলার এস কিউ উড প্রিজারভেটিভকে ৩০ হাজার টাকা, এশিয়ান ডায়া: এন্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা, হোমনা সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়া সেন্টারকে ২০ হাজার টাকা, বনফুল এন্ড কোং ৫৮ হাজার ২ শত টাকা; চট্টগ্রাম জেলার কর্ণফুলী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা; নোয়াখালী জেলার সাফিয়া সোবহান হাসপাতালকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা, ময়মনসিংহ জেলা কার্যালয় ও ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৫টি যানবাহন ও ১ টি প্রতিষ্ঠান হতে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। লক্ষীপুর জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি অবৈধ ইটভাটা হতে মোট ১০৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ২ টি ভাটার চিমনি ভেঙ্গে দেয়া হয়। টাঙ্গাইল জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি অবৈধ সিসা ভাট্টি উচ্ছেদ করা হয়।