০৫ নভেম্বর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে জয়পুরহাট জেলার মেসার্স এস এস বি পোল্ট্রি কমপ্লেক্স (ইউনিট-৩) কে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, বগুড়া, সিলেট, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, লক্ষীপুর, ব্রাহ্মনবাড়িয়া, কুমিল্লা, খুলনা, বরিশাল ও পঞ্চগড় জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ৪৭টি প্রতিষ্ঠান হতে মোট ১ লক্ষ ৭৯ হাজার ৯ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৪০৪৩ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স নিউ ব্রিক মেশন (এবিএম) নামক ইটভাটা হতে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যসহ কার্যক্রম বন্ধ করা হয়।