০২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে সিরাজগঞ্জ জেলার আল ফোরকান ডাইংকে ৫০ হাজার টাকা, কালার ব্যাংক ডাইংকে ৫০ হাজার টাকা, মাস্টার কালার ডাইং কে ৩০ হাজার টাকা, মেসার্স ডিফেন্স টেক্সটাইলকে ৩০ হাজার টাকা, রায়হান কালার ডাইংকে ৫০ হাজার টাকা, রজনী কালার ডাইং কে ৫০ হাজার টাকা, রোহান কালার ডাইংকে ১ লক্ষ টাকা, সিরাজগঞ্জ চেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩০ হাজার টাকা; নেত্রকোনা জেলার মিশন হাসপাতাল প্রা: কে ১০ হাজার টাকা, ইভা টিম্বার এন্ড স মিলকে ১০ হাজার টাকা, এস এইচ ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা; ঢাকা জেলার ফারিহা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।