১২ জুলাই ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে ঢাকা জেলার এ কে এক্সেসরিজ প্রা: লি: -কে ৭ লক্ষ ১৮ হাজার ৮ শত ৪৮ টাকা, হামিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা; গাজীপুর জেলার কোকোলা ফুড প্রোডাক্ট লি: কে ২০ হাজার টাকা; মুন্সীগঞ্জ জেলার খাসমহল ডকইয়ার্ডকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য এবং ঢাকা জেলার সোনিয় এন্ড সোয়েটার্স লি: কে সর্তক করা হয়। ঢাকা মহানগরের মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষনের দায়ে ৪ টি প্রতিষ্ঠান হতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক উখিয়া উপজেলার মরিচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বিক্রয় ও সরবরাহ করার দায়ে ৩ টি প্রতিষ্ঠান হতে মোট ২৯ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ প্রায় ১৩৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
প্রকাশন তারিখ
: 2023-07-12
১২ জুলাই ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে ঢাকা জেলার এ কে এক্সেসরিজ প্রা: লি: -কে ৭ লক্ষ ১৮ হাজার ৮ শত ৪৮ টাকা, হামিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা; গাজীপুর জেলার কোকোলা ফুড প্রোডাক্ট লি: কে ২০ হাজার টাকা; মুন্সীগঞ্জ জেলার খাসমহল ডকইয়ার্ডকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য এবং ঢাকা জেলার সোনিয় এন্ড সোয়েটার্স লি: কে সর্তক করা হয়। ঢাকা মহানগরের মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষনের দায়ে ৪ টি প্রতিষ্ঠান হতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক উখিয়া উপজেলার মরিচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বিক্রয় ও সরবরাহ করার দায়ে ৩ টি প্রতিষ্ঠান হতে মোট ২৯ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ প্রায় ১৩৫ কেজি পলিথিন জব্দ করা হয়।