২ মার্চ ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগরের রূপনগর, তুরাগ, খিলগাঁও ও মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ১০টি প্রতিষ্ঠান থেকে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। বরিশাল বিভাগীয় কার্যালয় কর্তৃক জেলার আল্লাহর দান ওযার্কশপকে শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।