Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০২২

১০ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে গাজীপুর জেলার সাদ টেক্সটাইল প্রসেসিং লি: কে ৪ লক্ষ ৬৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণের দায়ে এনফোর্সমেন্ট শুনানী শেষে ৩১ ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ১৯ লক্ষ ৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। বান্দরবান জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি যানবাহনকে মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী হর্ণ জব্দ করা হয়। ময়মনসিংহ জেলায় ফুলবাড়ীয়া উপজেলার লৌহশহর ও কান্দানিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং মোট ৫ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।


প্রকাশন তারিখ : 2022-11-10

১০ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে গাজীপুর জেলার সাদ টেক্সটাইল প্রসেসিং লি: কে ৪ লক্ষ ৬৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণের দায়ে এনফোর্সমেন্ট শুনানী শেষে সিলভিয়া  ফিলিং স্টেশন, দিরাই, সুনামগঞ্জ  কে ২০,০০০/-টাকা,  এ,কে ফিলিং  স্টেশন,ছাতক, সুনামগঞ্জ কে ৫০,০০০/- টাকা, উত্তরা মোটরস,বিসিক, গোটাটিকর কে ১,০০,০০০/-, নিটল মোটরস,গোটাটিকর,সিলেট কে ২০,০০০/-, হাজী আবিদ উল্লাহ অটো রাইছ মিল, নবীনগর, সুনামগঞ্জ  কে ৫০,০০০/-, তাহমিদ অটো রাইছ মিল, সদর, সুনামগঞ্জ কে ৩০,০০০/-, মা অটো রাইছ মিল, সদর, সুনামগঞ্জ কে ২০,০০০/-, নূর অটো রাইছ মিল, সদর, সুনামগঞ্জ কে ৪০,০০০/--, আলমাস স মিল, দিরাই কে ১০,০০০/- টাকা, মোহাম্মদী স মিল-০২ কে ২৫,০০০/- টাকা, রাসেল স মিল, দিরাই কে ১০,০০০/-, হোটেল টনি প্যালেস, শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে ৫০,০০০/-, হোটেল ইছাকি এমোস, শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে ১,০০,০০০/-, সুলতান রেস্টুরেন্ট এন্ড গেস্ট হাউজ,শ্রীমঙ্গল কে ১৫,০০০/- হোটেল, হোটেল মহসিন প্লাজা, শ্রীমঙ্গল কে ১,০০,০০০/-,সানজিদা ডোর এন্ড ফার্নিচার, শ্রীমঙ্গল কে ১০,০০০/-, এনাইড  ফুড লিঃ মৌলভীবাজার কে ২০,০০০/-, কিবরিয়া কমিউনিটি সেন্টার, ছাতক, সুনামগঞ্জ কে ১,০০,০০০/-, বিসমিল্লাহ স্টোন ক্রাশার, জাফলং, সিলেট কে ১০,০০০/-, বি,এস স্টোন ক্রাশার, জাফলং কে ৫০,০০০/-,নিউ কুমিল্লা স্টোন ক্রাশার, জাফলং কে ৫০,০০০/-,ফাহিমা স্টোন ক্রাশার, জাফলং কে ৫০,০০০/-,জমির স্টোন ক্রাশার, জাফলং কে ৫০,০০০/-, শাহেদ আহমেদ এবং আঃসামাদ,বনখেলী, গোলাপগঞ্জ, সিলেট কে ৩,৫০,০০০/-, লায়েক আহমদ, বনখেলী, গোলাপগঞ্জ, সিলেট কে ১,৫০,০০০/- টাকা, প্রেসিডেন্ট রেস্টুরেন্ট, উপশহর, সিলেট কে ১,০০,০০০/-,পানসী রেস্টুরেন্ট, কদমতলী, সিলেট কে ৩৫,০০০/-,পানসী রেস্টুরেন্ট, জিন্দাবাজার, সিলেট কে ৪০,০০০/-,পাঁচ ভাই রেস্টুরেন্ট, জিন্দাবাজার, সিলেট কে ১,০০,০০০/-,ম্যাটাডোর প্লাস্টিক এন্ড রাবার ইন্ডাস্ট্রিজ,মাধবপুর, হবিগঞ্জ কে ১,২৫,০০০/- ক্ষতিপূরণ ধার্য করা হয়। এছাড়া মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নে পাহাড় থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে ০৫ জন ব্যক্তিকে ৪০,০০০/- করে মোট ২,০০,০০০/- টাকা এবং পাহাড়/ টিলা কাটার দায়ে ০৪জন কে ২,১০,০০০/- টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। বান্দরবান জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি যানবাহনকে মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী হর্ণ জব্দ করা হয়। ময়মনসিংহ জেলায় ফুলবাড়ীয়া উপজেলার লৌহশহর ও কান্দানিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং মোট ৫ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।