Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২২

০৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষণের দায়ে ঢাকা, জামালপুর, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার ৭ টি কারখানা/প্রতিষ্ঠানকে মোট ১০ লক্ষ ৭৩ হাজার ৩ শত ৭৬ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। এছাড়াও নারায়ণগঞ্জ জেলায় ১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বায়ু দূষণের দায়ে ১ টি কারখানার মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ঢাকা মহানগর ও বগুড়া জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ টি গাড়ি হতে মোট ১০ হাজার ৪ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।


প্রকাশন তারিখ : 2022-09-06

০৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষনের দায়ে জামালপুর জেলার আয়েশা আবেদ ফাউন্ডেশন-কে ৩ লক্ষ টাকা; ঢাকা জেলার শ্যামপুর কদমতলীতে অবস্থিত এইচ আর রি-রোলিং মিলস লিঃ-কে ২৮ হাজার টাকা,  এশিয়ান পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাঃ লিঃ-কে ৩ লক্ষ টাকা, মেসার্স খান মেটাল ইন্ডাস্ট্রিজ-কে ৫০ হাজার টাকা, ডেমরার নিহা ইন্টারন্যাশনাল-কে ৩০ হাজার টাকা; গাজীপুর জেলার ওডেসা ফ্যাশন্স লিঃ-কে ৩ লক্ষ ৬৫ হাজার ৩ শত ৭৬ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয় ও কুড়িগ্রাম জেলার ওয়ারেস বিক্স নামক ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। নারায়ণগঞ্জ জেলার সুমি প্রিন্টিং এন্ড উইভিং ইন্ডাঃ (প্রাঃ) লিঃ কারখানার সেবা সংযোগ (বিদ্যুৎ ও গ্যাস) বিচ্ছিন্ন করা হয় এবং বায়ুদূষণের দায়ে বন্দর স্টিল ইন্ডা: লি: নামক কারখানাটিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ঢাকা মহানগরে শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ টি গাড়ি হতে মোট ৪ হাজার ৪ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। বগুড়া জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি গাড়ি হতে মোট ৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স হযরত আলী (রহঃ) ব্রিকস ম্যানু:, মেসার্স চৌধুরী ব্রিকস ওয়ার্কস, মেসার্স মা মনি ব্রিকস ফিল্ড, মেসার্স জামাল ব্রিকস ম্যানু: ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ম্যানু:  নামীয় ৫ টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়