১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে সিরাজগঞ্জ জেলার মেসার্স ট্রাইস্টার রিনাইভল এনার্জি কে ২ লক্ষ টাকা,
রংপুর জেলার কে আর এম ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা; বাগেরহাট জেলার সিয়াম অটো রাইস মিলকে ১০ হাজার টাকা; ঢাকা জেলার লাবিবা ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশনকে ২৫ হাজার টাকা; নরসিংদী জেলার মেসার্স আরিয়ান পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা; এবং শেরপুর জেলার মেসার্স কামাল মিনি অটো রাইস মিলকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ঢাকা মহানগরের শেরে বাংলানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ু দূষনের দায়ে ৮ টি যানবাহন হতে মোট ১৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পঞ্চগড় জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ২ টি যানবাহন হতে মোট ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৩ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।