১৪ নভেম্বর ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে গাজীপুর জেলার ইটাফিল এক্সেসরিজ-২ কে ৫০ হাজার টাকা; নারায়ণগঞ্জ জেলার প্রোগ্রেস এপারেলস (বাংলাদেশ) লিমিটেডকে ৫০ হাজার টাকা; ঢাকা জেলার আহাদ প্লাস্টিককে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্যসহ স্থানান্তরের নির্দেশ, আর এসটি পলিমার ইন্ডাস্ট্রিজ লি: কে ৫০ হাজার টাকা; সিরাজগঞ্জ জেলার লাভলু বাবলু কম্পোজিট লি: কে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্যসহ ডাইং অংশের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। ঢাকা মহানগরের লালবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ু দূষনের দায়ে ৪ টি যানবাহন হতে মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃক বিসিক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত শব্দ দূষনের দায়ে পবন ফুডস লি: হতে ৫ হাজার জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।