০৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি: পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি গ্রহণক্রমে পরিবেশ দূষণের দায়ে “হাইওয়ে সুইটস”-কে ৫ লক্ষ ৩৬ হাজার ৪ শত টাকা ও “মেসার্স আর্ক সী ফুড”-কে ৬৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এছাড়াও ঢাকা মহানগরের ডেমরায় মোবাইল কোর্ট পরিচালনা করে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ বর্জ্য দ্বারা পরিবেশ দূষণের দায়ে ১ টি প্রতিষ্ঠান হতে ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও কার্যক্রম বন্ধ করে দেয়া হয়; শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ টি গাড়ি হতে ৫ শত টাকা জরিমানা আদায় করা হয় । চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স হারুন ব্রিকস ম্যানু: ও মেসার্স খাজা ব্রিকস ম্যানু: নামীয় ২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ ও প্রায় ৪ লক্ষ ইট জব্দ করা হয়।