০৭ জানুয়ারি ২০২৫ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে মাদারীপুর জেলার সিটি স্পেশালাইজড হাসপাতালকে ২৫ হাজার টাকা; মুন্সীগঞ্জ জেলার স্টার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা; ঢাকা জেলার মমতাজ ট্রমা সেন্টারকে ৫০ হাজার টাকা, এইচ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মান সামগ্রী ও সীসা ভাট্টি দ্বারা বায়ু দূষনের দায়ে ৪টি প্রতিষ্ঠান হতে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ২ জনকে কারাদন্ড দেয়া হয়। সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও বান্দরবান জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ২০টি অবৈধ ইটভাটা হতে মোট ১ কোটি ১৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। বরগুনার পাথরঘাটায় ৪টি চারকোল কারখানার কার্যক্রম বন্ধের পাশাপাশি মোট ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।