১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে মানিকগঞ্জ জেলার জাহিদুলের বয়লার ফার্মকে ২৫ হাজার টাকা; টাঙ্গাইল জেলার মমতাজ সেন্ট্রাল হাসপাতালকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য; নারায়ণগঞ্জ জেলার মেসার্স ফয়সাল লাইমস, মেসার্স আশরাফ আলী লাইমস ও মেসার্স আরাফাত লাইমসকে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়। ঢাকা মহানগরের মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মান সামগ্রী দ্বারা বায়ু দূষনের দায়ে ২ টি প্রতিষ্ঠান হতে মোট ৭০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নেত্রকোনা, কুস্টিয়া ও লালমনিরহাট জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ১৩ টি যানবাহন হতে মোট ১৮ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ২৬ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।