১৯ নভেম্বর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে নরসিংদী জেলার মেসার্স অর্ক টেক্সটাইলকে ১ লক্ষ হাজার টাকা; ঢাকা জেলার মেসার্স হৃদয় টেক্সটাইল ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং কে ২ লক্ষ ৪৯ হাজার ৫ শত ৪ টাকা, মেসার্স টেক্সটাইল প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ২ লক্ষ ২১ হাজার ৬ শত ৮০ টাকা; সিরাজগঞ্জ জেলার মাদার চাইল্ড হেলথ কেয়ার সেন্টারকে ১০ হাজার টাকা, মেসার্স কোরবান স মিলকে ১০ হাজার টাকা, মেসার্স ছন্দা স মিলকে ১০ হাজার টাকা, মেসার্স তাইবা স মিলকে ১০ হাজার টাকা, মেসার্স তাইবা স মিলকে ১০ হাজার টাকা, শাহজাদপুর আই হাসপাতাল কে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ফেনী, ঝিনাইদহ ও মানিকগঞ্জ জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ১২টি প্রতিষ্ঠান হতে মোট ১ লক্ষ ৪৯ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ আনুমানিক ২৭৫৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মানিকগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে সিসা কারখানার হতে ১ লক্ষ জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।