০৪ এপ্রিল ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগরের শেরে বাংলা নগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষনের দায়ে ৮টি যানবাহন হতে মোট ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নেত্রকোনা, সাতক্ষীরা ও টাঙ্গাইল জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ২১টি যানবাহন হতে মোট ২৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৩৭ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। নেত্রকোনা ও সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ রাখার দায়ে ৫ টি দোকান হতে মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ আনুমানিক ২৩ কেজি পলিথিন জব্দ করা হয়। শরীয়তপুর জেলা কার্যালয় কর্তৃক অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ইটভাটা হতে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।