২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক শুনানী গ্রহণক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলার আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, নূর মেডিকেল সেন্টারকে ১ লক্ষ টাকা; কুমিল্লা জেলার মাদার কেয়ার সেন্টারকে ৪৫ হাজার টাকা; ফেনী জেলার নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক টেকপাড়ায় কামরুল হাসানের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও সরবরাহ করার দায়ে মোট ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ আনুমানিক ১৫ টন পলিথিন জব্দ করা হয়।