০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগর, ঢাকা জেলা ও গাজীপুর জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষনের দায়ে ১৫টি যানবাহন হতে ৩৯ হাজার টাকা, মাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ১১টি যানবাহন হতে ৪৬ হাজার টাকা এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্যপূর্বক আদায় করা হয়। নওগাঁ জেলা কার্যালয় কর্তৃক অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি ইটভাটা হতে মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।