১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে ঢাকা মহানগরের খাতিজা টেক্সটাইল প্রসেসিং এন্ড প্রিন্টিং ইন্ডা লি: এবং মেসার্স টেক্সটাইল প্রসেসিং ইন্ডাস্ট্রিজ নামক ২ টি কারখানাকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ধার্যসহ সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় । রাজবাড়ি ও বরিশাল জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ টি অবৈধ ইটভাটা হতে মোট ১৮ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পটুয়াখালী জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৫টি যানবাহন হতে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৩ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও সরবরাহ করার দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ২ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ আনুমানিক ২৩১ কেজি পলিথিন জব্দ করা হয়।