Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০২২

৩ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণের দায়ে রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার ২১ টি প্রতিষ্ঠানকে মোট ৬ লক্ষ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। এছাড়াও পাবনা জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি যানবাহন থেকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় ও ৮ টি হাইড্রলিক হর্ন জব্দ করে ধংস করা হয়।


প্রকাশন তারিখ : 2022-10-03
৩ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণের দায়ে রাঙ্গামাটি জেলার হোটেল স্কয়ার পার্ককে ২০ হাজার টাকা; হোটেল হিল এম্বাসেডরকে ২০ হাজার টাকা; হোটেল গ্রীন ক্যাসেলকে ২০ হাজার টাকা; হোটেল পাহাড়িকাকে ২০ হাজার টাকা; হোটেল নারিশা ইন্টারন্যাশনালকে ২০ হাজার টাকা; হোটেল হিল ভিউকে ২০ হাজার টাকা; হোটেল সাংহাই ইন্টারন্যাশনালকে ২০ হাজার টাকা; হোটেল হিল প্যালেসকে ২০ হাজার টাকা; হোটেল প্রিন্সকে ২০ হাজার টাকা; হোটেল মেহেদীকে ২০ হাজার টাকা; হোটেল রাজমহল ইন্টারন্যাশনালকে ২০ হাজার টাকা; হোটেল গ্রীন হিলকে ২০ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়া জেলার পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিঃ কে ২০ হাজার টাকা; বারিক ব্রিকস্ এন্ড কোং  কে ১০ হাজার টাকা, লক্ষীপুর জেলার এম বি এম ব্রিক্স ম্যানুঃ-০২ কে ২০ হাজার টাকা; হেলথ কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা; সাগর ব্রিকসকে ২ লক্ষ টাকা, বান্দরবান জেলার ঝুলন বিশ্বাস/ইয়াসিনকে ৪০ হাজার টাকা, চট্টগ্রাম জেলার টেস্টি এগ্রো প্রোডাক্ট লিঃ কে ১০ হাজার টাকা, কক্সবাজার জেলার ফেলকন হাউজকে ৩০ হাজার টাকা; রিসোর্ট আইলেন্ডিয়াকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। এছাড়াও পাবনা জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি যানবাহন থেকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় ও ৮ টি হাইড্রলিক হর্ন জব্দ করে ধংস করা হয়