১৯ জানুয়ারি ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়, রংপুর বিভাগীয় কার্যালয় কর্তৃক গাইবান্ধা জেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি ইটভাটা হতে মোট ১৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগরে নির্মান সামগ্রী উন্মুক্ত অবস্থায় রেখে বায়ুদূষনের দায়ে ৬টি প্রতিষ্ঠান হতে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।চট্টগ্রাম মহানগর কার্যালয় কর্তৃক মহানগরের হাজী খুইল্যা মিয়া মার্কেট হতে প্রায় ৩০০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক টেকনাফ উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা(ইসিএ) সেন্টমার্টিনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মাণাধীন ৯ টি রিসোর্ট এর কাজ বন্ধ করে দেয়া হয়।