২ নভেম্বর ২০২২ তারিখে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক ইসিএ এলাকায় অবৈধভাবে ঘের নির্মাণ করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় অভিযানে ঘেরের পাড় ভেঙ্গে দেওয়াসহ প্রায় ১৫০ গজ চর জাল জব্দ করা হয়। রংপুর বিভাগীয় কার্যালয় কর্তৃক গাইবান্ধা জেলায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ভাটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মহানগর কার্যালয় কর্তৃক বায়েজিদ থানাধীন কলাবাগান এলাকায় পাহাড় কর্তনের দায়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে পুলিশের সহায়তায় পাহাড় কর্তনরত অবস্থায় হাতেনাতে একজনকে আটক করে থানা হাজতে প্রেরণ ও জমির মালিকসহ দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় কর্তৃক জেলার সদর উপজেলার আর কে রোডস্থ ইসলামবাগ এলাকায় শব্দ দূষণের দায়ে ৪ টি ট্রাক এর ড্রাইভারকে মোট ২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ০৩(তিন) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।