Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪

১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক নরসিংদী জেলার সুরমা ডাইং ও শিল্পী ডাইং নামক ২ টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় । ঢাকা মহানগরের উত্তরা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠান হতে মোট ২১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নরসিংদী, মাদারীপুর, বরিশাল, নওগাঁ, কুমিল্লা ও হবিগঞ্জ জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ টি অবৈধ ইটভাটা হতে মোট ২০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ১ জনকে ১০ দিনের কারাদন্ডসহ ৪ টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। টাঙ্গাইল ও ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৬টি যানবাহন হতে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৮ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক হাটহাজারী উপজেলার নন্দীরহাটে জলাশয় ভরাটের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জনাব তৈয়ব আলী হতে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।


প্রকাশন তারিখ : 2024-02-13