০৭ জানুয়ারি ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স কে এস বি ব্রিকস নামক অবৈধ ইটভাটা হতে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য্পূর্বক আদায় করা হয় ও ইটভাটার আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় ও জেলা প্রশাসন,কক্সবাজার এর যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা(ইসিএ) সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণাধীন রিসোর্টগুলোর বিরুদ্ধে এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মাণাধীন ১৫ টি রিসোর্ট এর কাজ বন্ধ করে দেয়া হয়।
প্রকাশন তারিখ
: 2023-01-07
০৭ জানুয়ারি ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স কে এস বি ব্রিকস নামক অবৈধ ইটভাটা হতে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য্পূর্বক আদায় করা হয় ও ইটভাটার আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় ও জেলা প্রশাসন,কক্সবাজার এর যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা(ইসিএ) সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণাধীন রিসোর্টগুলোর বিরুদ্ধে এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মাণাধীন ১৫ টি রিসোর্ট এর কাজ বন্ধ করে দেয়া হয়।