২৯ জুলাই ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে ঢাকা জেলার এইচ এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে ১০ হাজার টাকা, কেয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে ১০ হাজার টাকা, মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে ১০ হাজার টাকা, সুলতানা মেটালকে ১০ হাজার টাকা, জারা হেলথ কেযারকে ১০ হাজার টাকা; ময়মনসিংহ জেলার মন্ডল কর্পোরেশনকে ৫ লক্ষ টাকা; নরসিংদী জেলার মেসার্স আমেনা টেক্সটাইলকে ২ লক্ষ টাকা; গাজীপুর জেলার সেলিম জেনারেল ডায়াগনস্টিক হাসপাতাল এন্ড সেলিম চক্ষু হাসপাতালকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।