Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২২

১১ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা এবং চট্টগ্রাম অঞ্চল কার্যালয় শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষণের দায়ে ঢাকা, নারায়নগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, লক্ষীপুর ও রাঙামাটি জেলার ১৭ টি কারখানা/প্রতিষ্ঠানকে মোট ৩২ লক্ষ ৪২ হাজার ১ শত ৯ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। এছাড়াও বগুড়া ও পঞ্চগড় জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ টি যানবাহন হতে মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ১০ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।


প্রকাশন তারিখ : 2022-09-11
১১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষনের দায়ে ঢাকা মহানগরের র‌্যাংগস প্যারামাউন্ট-২, (২ টি বেইজমেন্টসহ ১৫ তলা বাণিজ্যিক কাম আবাসিক ভবন) কে ২ লক্ষ টাকা এবং নারায়ণগঞ্জ জেলার হান্ড্রেড শপিং মল-কে ১১ লক্ষ ১২ হাজার ২ শত ৫০ টাকা; শওকত আলী টেক্সটাইল (হৃদয়  ডাইং) কে ১ লক্ষ টাকা; মেসার্স এসেনসিয়াল নীটওয়্যারকে ১ লক্ষ ৫৯ হাজার ৯ শত ৪ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষনের দায়ে চাঁদপুর জেলার পপুলার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা; রাঙামাটি জেলার মেসার্স মোটেল জর্জ এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা; নোয়াখালী জেলার নূরানী পোল্ট্রি এন্ড ফিশারিজকে ১০ হাজার টাকা; কুমিল্লা জেলার অনন্ত এন্টারপ্রাইজ ব্রিকসকে ২০ হাজার টাকা ও জাপান বাংলা এগ্রো অটো রাইস মিলকে ১০ হাজার টাকা; লক্ষীপুর জেলার ফাতেমা নাজ আফরা ব্রিকস ম্যানুঃ কে ২ লক্ষ টাকা,  মোস্তাফিজ সুমন মাহবুব ব্রিকস ম্যানুঃ কে ২ লক্ষ টাকা, তিশা ব্রিকসকে ২ লক্ষ টাকা, আলাউদ্দিন রিয়াদ ব্রিকস ম্যানুঃ কে ২ লক্ষ টাকা, শাহজালাল ব্রিকস ম্যানুঃ কে ২ লক্ষ টাকা, আপিপা মিনহা ব্রিকস ম্যানুঃ কে ২ লক্ষ টাকা, ফাতেমা নাজ আফরা ব্রিকস ম্যানুঃ (ইউনিট-২) কে ২ লক্ষ টাকা, ও আমরি ব্রিকস ম্যানুঃ কে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। বগুড়া জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি যানবাহন হতে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পঞ্চগড় জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ টি যানবাহন হতে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ১০ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।