০৫ মে ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে ঢাকা জেলার গ্রীনল্যান্ড হসপিটাল লিমিটেডকে ৩০ হাজার টাকা, টোটাল ওয়েলনেস কেয়ার লি: কে ১০ হাজার টাকা, এন এইচ এস ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা; নারায়ণগঞ্জ জেলার মেসার্স লায়ন মেটাল ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা; গাজীপুর জেলার থ্রেড এন্ড থ্রেড ইন্ডাস্ট্রিজ লি: কে ৩০ হাজার টাকা; মানিকগঞ্জ জেলার জাহিদুল ইসলাম মুন্সীর মরগীর ফার্মকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা ও নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠান হতে মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ২টি যানবাহন হতে মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৪টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।