৩১ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে ঢাকা, গাজীপুর ও নারায়নগঞ্জ জেলার ৬ টি কারখানাকে মোট ২২ লক্ষ ৯৬ হাজার ৫ শত ২৮ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। এছাড়াও ঢাকা মহানগরের যাত্রাবাড়ি কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি দোকান হতে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ২১৩৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। খুলনা ও পাবনা জেলায় শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ টি যানবাহন হতে মোট ৬ হাজার ৯ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ১৫ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।