১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগরের মিরপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ৪টি প্রতিষ্ঠান হতে মোট ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ টি অবৈধ ইটভাটা হতে মোট ২৮ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।