৭ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে ঢাকা, গাজীপুর ও নারায়নগঞ্জ জেলার ৩ টি কারখানাকে মোট ৪ লক্ষ ২১ হাজার ৪ শত ৮০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের বিসমিল্লাহ ডকইয়ার্ড ও গ্রীনল্যান্ড ওয়াশিং নামক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং শব্দ দূষণের দায়ে ১০ টি যানবাহনকে মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৩ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ঢাকা মহানগরের শনির আখড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি দোকান হতে মোট ৫৮ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ১৭০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।