০৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষণের দায়ে ঢাকা ও ময়মনসিংহ জেলার ৫ টি কারখানা/প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। এছাড়াও ঢাকা মহানগরের উত্তরায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি প্রতিষ্ঠান হতে মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও আনুমানিক ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়। নীলফামারী ও পঞ্চগড় জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি যানবাহন হতে মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।