Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২২

১০ অক্টোবর ২০২২ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ও জামালপুর জেলার ৮ টি কারখানা/প্রতিষ্ঠানকে মোট ১২ লক্ষ ৬ হাজার ৯ শত ৯২ টাকা এবং চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার ১০ টি কারখানা/ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়াও ঢাকা জেলার কেরানীগঞ্জে অবৈধ ২ টি সীসা ভাট্টিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ভাট্টি ২ টির কার্যক্রম বন্ধ ও ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।


প্রকাশন তারিখ : 2022-10-10
১০ অক্টোবর ২০২২ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষণের দায়ে মুন্সীগঞ্জের “শাহ্ সিমেন্ট ইন্ডা: লি:”-কে ২ লক্ষ ১৮ হাজার ৪ শত টাকা ও “ম্যাগনাম স্টিল ইন্ডা: লি:”-কে ১ লক্ষ ৭৫ হাজার ৫ শত টাকা; নারায়ণগঞ্জের “মক্কা পেপার এন্ড বোর্ড মিলস্ লি:”-কে ৭৮ হাজার ৪ শত টাকা, “সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ লি:”-কে ৭৬ হাজার ৫ শত টাকা ও “ফেরো এলয় কোং (প্রা:) লিমিটেড”-কে ৯০ হাজার টাকা; ঢাকা মহানগরীর “জেদ্দা ডাইং এন্ড প্রিন্টিং লি:”-কে ১ লক্ষ ৬৮ হাজার ১ শত ৯২ টাকা; জামালপুরের “আলী ন্যাচরাল অয়েল মিল এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড”-কে ২ লক্ষ টাকা ও “আফলাহ অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড”-কে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের “রায়হানুল ইসলাম”-কে ১ লক্ষ টাকা ও “সিপি বাংলাদেশ লি:”-কে ৪ লক্ষ টাকা; বান্দরবানের “আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট”-কে ২০ হাজার টাকা, “হোটেল এ আমিরাবাদ এন্ড বিরানী হাউজ”-কে ২০ হাজার টাকা, “হোটেল আমিরাবাদ”-কে ২০ হাজার টাকা, “হোটেল জামান এন্ড বিরানী হাউজ”-কে ২০ হাজার টাকা, “নীলাচল রেস্তোরাঁ”-কে ২০ হাজার টাকা ও “কলাপাতা হোটেল এন্ড রেস্টুরেন্ট”-কে ২০ হাজার টাকা; কক্সবাজারের “হোটেল মিশুক”-কে ৮০ হাজার টাকা ও “ওয়াটার ভিউ রিসোর্ট”-কে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এছাড়াও ঢাকা জেলার কেরানীগঞ্জে অবৈধ ২ টি সীসা ভাট্টিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ভাট্টি ২ টির কার্যক্রম বন্ধ ও ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়