Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০২২

২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় জেলার জালালাবাদ থানাধীন বড়গুল নামক স্থানে টিলা কর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সিরাজ মিয়া (৬৫), পিতা: মৃত আছাদ উল্লাহ, বড়গুল, জালালাবাদ থানা’কে ১৫ (পনের) দিন এবং মনির আলী (৫৬), পিতা: রশিদ আলী, টিলার গাঁও (পশ্চিম), এয়ারপোর্ট থানা, রেদওয়ান আহমদ (২০), পিতা: সিরাজ মিয়া, বড়গুল, জালালাবাদ থানা এবং আব্দুল্লাহ আল মনসুর (২০), পিতা: মৃত বুলবুল, বড়গুল, জালালাবাদ থানাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


প্রকাশন তারিখ : 2022-09-24

২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় জেলার জালালাবাদ থানাধীন বড়গুল নামক স্থানে টিলা কর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সিরাজ মিয়া (৬৫), পিতা: মৃত আছাদ উল্লাহ,  বড়গুল, জালালাবাদ থানা’কে ১৫ (পনের) দিন এবং মনির আলী (৫৬), পিতা: রশিদ আলী, টিলার গাঁও (পশ্চিম), এয়ারপোর্ট থানা, রেদওয়ান আহমদ (২০), পিতা: সিরাজ মিয়া, বড়গুল, জালালাবাদ থানা এবং আব্দুল্লাহ আল মনসুর (২০), পিতা: মৃত বুলবুল, বড়গুল, জালালাবাদ থানাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।