সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০২২
২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষণের দায়ে টাঙ্গাইল ও নারায়নগঞ্জ জেলার ৯ টি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। কুমিল্লা ও কুড়িগ্রাম জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ টি যানবাহন হতে মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ২২ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ঢাকা মহানগরের মোহাম্মদপুরে ১ টি নির্মাণাধীন ভবনের সামনে উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷ সিলেট জেলার শাহপরাণ থানাধীন বাহুবল নামক স্থানে টিলা কর্তণপূর্বক পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে সৈয়দ মিয়া (৫০), পিতা: মৃত এলো মিয়া, লালকাটংগি এবং সংকর মহাল (৪৫), পিতা: কার্তিক মহাল, খাদিম চা বাগান নামীয় প্রত্যেককে আটকপূর্বক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলাধীন পলাশতলী (বাঘেরবাড়ী) নামক স্থানে অবস্থিত মেসার্স মিতালি ব্রিকস নামক ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং মজুদকৃত ৫০ হাজার ইট জব্দ করা হয়।
প্রকাশন তারিখ
: 2022-09-28
২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষনের দায়ে টাঙ্গাইল জেলার মেসার্স স্টাইল ব্রিকস, মেসার্স স্টাইল ব্রিকস-২ , মেসার্স কালাম ব্রিকস, মেসার্স তাজ ব্রিকস, মেসার্স বেস্ট ব্রিকস, মেসার্স আমিন ব্রিকস, মেসার্স আর আই বি এম ব্রিকস, মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামক ইটভাটা; নারায়ণগঞ্জ জেলার এসকেএস লুব্রিক্যান্টের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। কুমিল্লা ও কুড়িগ্রাম জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ টি যানবাহন হতে মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ২২ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ঢাকা মহানগরের মোহাম্মদপুরে ১ টি নির্মাণাধীন ভবনের সামনে উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷ সিলেট জেলার শাহপরাণ থানাধীন বাহুবল নামক স্থানে টিলা কর্তণপূর্বক পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে সৈয়দ মিয়া (৫০), পিতা: মৃত এলো মিয়া, লালকাটংগি এবং সংকর মহাল (৪৫), পিতা: কার্তিক মহাল, খাদিম চা বাগান নামীয় প্রত্যেককে আটকপূর্বক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলাধীন পলাশতলী (বাঘেরবাড়ী) নামক স্থানে অবস্থিত মেসার্স মিতালি ব্রিকস নামক ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং মজুদকৃত ৫০ হাজার ইট জব্দ করা হয়।
মাননীয় উপদেষ্টা
সৈয়দা রিজওয়ানা হাসান
মাননীয় উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
বিস্তারিত
সচিব
ড. ফারহিনা আহমেদ
সচিব
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
বিস্তারিত
অফিস প্রধান
ড. আবদুল হামিদ
মহাপরিচালক (গ্রেড ১)
বিস্তারিত
বিনিয়োগ সংক্রান্ত সকল সেবার জন্য বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আবেদন করুন
যোগাযোগের ঠিকানা
পরিবেশ ভবন, ই/১৬, আগারগাঁও
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
টেলিফোন: ৮৮-০২-২২২২১৮৫০০
ইমেইল: dg@doe.gov.bd
বিপজ্জনক রাসায়নিক পদার্থ আমদানির ছাড়পত্র
বিস্তারিত
কেন্দ্রীয় ই-সেবা
হটলাইন
সামাজিক যোগাযোগ
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর