০২ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ টি যানবাহন হতে মোট ১৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ১১ টি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় কর্তৃক জেলার ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনায় "মেসার্স হালিমা ব্রিক্স", "মেসার্স ডাউটিয়া ব্রিক্স"এবং "মেসার্স সান ব্রিক্স" চিমনীসহ সম্পূর্ণরূপে ভেংগে গুড়িয়ে দেয়া হয়।
প্রকাশন তারিখ
: 2022-10-02
০২ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ টি যানবাহন হতে মোট ১৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ১১ টি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় কর্তৃক জেলার ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনায় "মেসার্স হালিমা ব্রিক্স", "মেসার্স ডাউটিয়া ব্রিক্স"এবং "মেসার্স সান ব্রিক্স" চিমনীসহ সম্পূর্ণরূপে ভেংগে গুড়িয়ে দেয়া হয়।