Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০২৩

৩ মার্চ ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় কর্তৃক ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সারদালে মোবাইল কোর্ট পরিচালনা করে ক) মেসার্স এম এম স্টার বি ব্রিকস, প্রো: আমির হোসেন মানিককে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ২০(বিশ) টাকা জরিমানা করা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভানো হয় এবং মল্ডিং মেশিন ও কাঠ চেরাই করার করাত কল ধ্বংস করা হয় খ) মেসার্স এম আর বি ব্রিকস, প্রো: মো: কামাল মৃধা-এর মালিক না পাওয়ায় ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভানো হয় এবং মল্ডিং মেশিন ও কাঠ চেরাই করার করাত কল ধ্বংস করা হয়।


প্রকাশন তারিখ : 2023-03-03

৩ মার্চ ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের  বরিশাল বিভাগীয় কার্যালয় কর্তৃক ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সারদালে মোবাইল কোর্ট পরিচালনা করে ক) মেসার্স এম এম স্টার বি ব্রিকস, প্রো: আমির হোসেন মানিককে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ২০(বিশ) টাকা জরিমানা করা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভানো হয় এবং মল্ডিং মেশিন ও কাঠ চেরাই করার করাত কল ধ্বংস করা হয় খ) মেসার্স এম আর বি ব্রিকস, প্রো: মো: কামাল মৃধা-এর মালিক না পাওয়ায় ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভানো হয় এবং মল্ডিং মেশিন ও কাঠ চেরাই করার করাত কল ধ্বংস করা হয়।