Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২৩

পরিবেশ অধিদপ্তরের সংক্ষিপ্ত ইতিহাস

পরিবেশ সংরক্ষণ আন্তর্জাতিকভাবে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম। ক্রমাগত পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে পরিবেশগত এই বিষয়টির প্রতি বিশ্ব নেতাদের দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করেছেন। ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট এর মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণে আন্তজাতিক সহযোগিতামূলক কার্যক্রমের সূচনা হয়। ১৯৭২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত আর্থ সামিটের মাধ্যমে এই প্রচেষ্টার একটি নতুন দিগন্তের সূচনা হয়। বৈশ্বিক পরিবেশগত সমস্যায় আক্রান্ত হওয়ার পাশাপাশি বাংলাদেশ স্থানীয় ও আঞ্চলিক সমস্যার শিকার। বাংলাদেশ প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং মানুষের দ্বারা সৃষ্ট উভয় পরিবেশগত সমস্যার মুখোমুখি। অতিরিক্ত জনসংখ্যা এবং দারিদ্র্যতা বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।বাংলাদেশ যে সকল পরিবেশগত সমস্যার মুখোমুখি  হচ্ছে তা হল: বন উজাড়, পানি দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, জমির অবক্ষয়, লবণাক্ততা, অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ও শিল্পবর্জ্য নিষ্কাশন ইত্যাদি।

১৯৭২ সালে স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট এর পরপরই বাংলাদেশে ১৯৭৩ সালে প্রথম পরিবেশ সংরক্ষণে উদ্যোগ  গ্রহণ করা হয়। স্টকহোম সম্মেলনের ফলোআপ পদক্ষেপ হিসেবে, বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২৭ জন জনবল দিয়ে পানি দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কার্যক্রম শুরু করে এবং পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৭৩ জারি করে । পরবর্তী বিভিন্ন পর্যায় অতিক্রমের মাধ্যমে ইহা বর্তমান পর্যায়ে উপনীত হয় ।


১৯৭৭ সালে, পরিকল্পনা কমিশনের একজন সদস্যের নেতৃত্বে ১৬ জন সদস্য নিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং ২৬ জন জনবলসহ একজন পরিচালকের নেতৃত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সেল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৫ সালে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়। ১৯৮৯ সালে দূষণ নিয়ন্ত্রণ সেল ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বিত করে  মহাপরিচালকের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর  নামে পূর্নগঠন করা হয় । পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম সারা দেশে বিস্তৃত থাকলেও ইহার অফিস কেবল মাত্র বিভাগীয় সদরে অবস্থিত ছিল। পরবর্তীতে ২০০৯ সালে ২১টি জেলায় এবং ২০১৯ সালে সকল জেলায় কার্যালয় স্থাপনের নিমিত্তে সাংগঠনিক কাঠামোর অনুমোদন পায় এবং কার্যক্রম শুরু করে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত জনবলের সংখ্যা ১১৩৩।

 

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকগণের তালিকা:

ক্রমিক নং

নাম

হতে

পর্যন্ত

জনাব এস এইচ এম আবুল বাশার

২৮-১০-১৯৯০

২৭-০২-১৯৯১

ড. কামাল উদ্দিন সিদ্দিকী

০৭-০৩-১৯৯১

১০-০৪-১৯৯১

ড. এম এ এইচ প্রামানীক

২৮-০৪-১৯৯১

১৪-০১-১৯৯২

জনাব রিসালাত আহমেদ

১৪-০১-১৯৯২

২৩-০১-১৯৯৪

সৈয়দ এ এন এম ওয়াহেদ

০২-০৪-১৯৯৪

৩১-১০-১৯৯৬

সৈয়দ মোশাররফ হোসেন

১৮-১১-১৯৯৬

২৪-১২-১৯৯৭

জনাব মোঃ এ আর খান

১৯-০১-১৯৯৮

২২-০৩-২০০০

জনাব মোশাররফ হোসেন

২৩-০৩-২০০০

২৮-০৬-২০০০

খন্দকার রাশিদুল হক

২৯-০৬-২০০০

২৮-১০-২০০১

১০

জনাব মোঃ হেদায়েতুল ইসলাম চৌধুরী

২৮-১০-২০০১

২৭-০১-২০০৩

১১

ড. মোঃ ওমর ফারুক খান

০৪-০২-২০০৩

১৪-০১-২০০৪

১২

খান. এম ইব্রাহিম হোসেন

১৪-০১-২০০৪

০৮-০১-২০০৬

১৩

খন্দকার রাশেদুল হক পিএইচডি

২৫-০১-২০০৬

০১-০২-২০০৯

১৪

ড. নজিবুর রহমান

০১-০২-২০০৯

১৮-০৫-২০০৯

১৫

ড. জাফর আহমেদ খান

১৬-০৬-২০০৯

১৮-০৩-২০১০

১৬

জনাব মনোয়ার ইসলাম এনডিসি

৩০-০৫-২০১০

০৯-১২-২০১২

১৭

জনাব মোঃ গোলাম রব্বানী

০৭-০২-২০১৩

১৬-০১-২০১৪

১৮

জনাব মোঃ রাইসুল আলম মন্ডল

০৬-০২-২০১৪

৩০-০১-২০১৮

১৯

ড. সুলতান আহমেদ

৩১-০১-২০১৮

২৩-০৫-২০১৯

২০

ড. এ কে এম রফিক আহমেদ

২৩-০৫-২০১৯

২৪-০৩-২০২১

২১

জনাব মোঃ মনিরুজ্জামান(রুটিন দায়িত্ব)

২৫-০৩-২০২১

২৪-০৫-২০২১

২২

জনাব মোঃ আশরাফ উদ্দিন

২৫-০৫-২০২১

২৭-০১-২০২২

২৩

ড. আবদুল হামিদ

০২-০২-২০২২

২৭-০2-২০২২

২৪

ড. আবদুল হামিদ(গ্রেড-১)

২৮-০২-২০২২