Wellcome to National Portal
পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২৪

দৃষ্টি আকর্ষণ

  • সন্মা‌নিত গ্রাহক, পরিবেশগত ছাড়পত্র কার্যক্রম নতুন সিস্টেম ২৫ ন‌ভেম্বর ২০২৪ তা‌রিখ অপরাহ্ণ হ‌তে সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক সঞ্চালন করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠা‌নের আবেদন পূ‌র্বের সি‌স্টে‌মে প্রক্রিয়াধীন রয়েছে, তারা পূর্বের সিস্টেম থেকে ১৫ ডি‌সেম্বর ২০২৪ তারিখের মধ্যে সে সকল আবেদন নিস্পন্নকর‌ণের জন‌্য কার্যক্রম কর‌তে পার‌বেন। উল্লেখ‌্য, নতুন আবেদনের ক্ষে‌ত্রে আব‌শ্যিকভা‌বে নতুন সিস্টেম এ কর‌তে হ‌বে।

 

  • সম্মানিত গ্রাহক, প‌রি‌বেশগত/অবস্থানগত ছাড়পত্র/নবায়ন ও ল‌্যাব টেস্ট এর জন‌্য প্রথমে আবেদন ফর্ম পূরণ করুন এবং সি‌স্টেম থে‌কে পরবর্তী নির্দেশনা অনুসরনপূর্বক ‌সরাস‌রি Online payment করুন বা ব‌্যাংক পে‌মেন্টের ক্ষে‌ত্রে প্রাপ্ত ট্র‌্যা‌কিং নম্বরসহ টো‌কেন‌ প্রিন্টপূর্বক তফ‌সিলভুক্ত ব‌্যাংক জমা দিন।